Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

দুই সপ্তাহেও সন্ধান মিলেনি পুলিশ সদস্যের একমাত্র ছেলে স্কুলছাত্র পাংশার আব্দুল্লাহ তামিমের

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জুন ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের চর সাজুরিয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নজরুল ইসলামের একমাত্র ছেলে আব্দুল্লাহ তামিম (১৩) দুই সপ্তাহ ধরে নিখোঁজ। এখন পর্যন্ত তাঁর সন্ধান মিলেনি। ২০ মে সকালে স্কুলে যাওয়ার কথা বলে আব্দুল্লাহ তামিম বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না আসায় পরদিন পাংশা মডেল থানায় পরিবার থেকে নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা সহ গোটা পরিবার। পরিবার, স্কুলের সহপাঠি, শিক্ষকসহ এলাকার সকলের কাছে নম্র, ভদ্র ও শান্ত প্রকৃতির আব্দুল্লাহ তামিম। ঘরের আনলায় সাজানো আব্দুল্লাহর জামা-কাপড়। পড়ার টেবিলে সাজানো রয়েছে বই। পাশে চেয়ারটি পরে আছে। শখের পোষা পাখিও খাঁচায় রয়েছে। শুধু নেই আব্দুল্লাহ তামিম।

জানা গেছে, পুলিশ কনেষ্টবল নজরুল ইসলাম দুই বছর ৮ মাস আগে চট্রগ্রাম থেকে অবসর গ্রহণ করেন। সন্তানদের লেখাপড়ার কথা চিন্তা করে প্রায় ৭ বছর আগে পাংশা পৌরসভার সৈয়দ বায়তুল্লাহ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রায় ৮ মাস আগে শহর ছেড়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি চর সাজুরিয়া আসেন। আব্দুল্লাহকে স্থানীয় সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শেণিতে ভর্তি করেন। বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে নিয়মিত একাই স্কুলে যাতায়াত করতো আব্দুল্লাহ তামিম।

নজরুল ইসলাম বলেন, এক মেয়ে ও এক ছেলের মধ্যে বড় মেয়ে এবছর এইচএসসি পাশ করেছে। ছেলে আব্দুল্লাহ তামিম সপ্তম শ্রেণিতে পড়ে। ২০ মে সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। ভাইকে না পেয়ে আমার মেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩১ মে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি। শোকে গোটা পরিবার কাতর। কত জায়গায় খুঁজেছি, কোন সন্ধান পাইনি। পুলিশও তেমন তৎপর না বলে মনে করছেন।

আব্দুল্লাহ তামিমের মা চম্পা খাতুন বলেন, বিকালে স্কুল ছুটির পর এলাকার সকল ছেলেরা বাড়ি চলে আসলেও আমার ছেলে আর ফিরেনি। স্কুলে খোঁজ নিয়ে জানতে পারি আমার ছেলে ওইদিন স্কুলে যায়নি।

সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল্লাহর শ্রেণি শিক্ষক কবিরুল ইসলাম বলেন, আব্দুল্লাহ তামিম খুব ভালো ছেলে এবং মেধাবী ছাত্র। ওইদিন সকাল ৮টার দিকে আমার কাছ থেকে প্রাইভেট শেষ করে বাড়ি ফিরে যাওয়ার পরে আর স্কুলে আসেনি। আমরাও তাকে অনেক খোঁজ করছি। এখনো ওর কোন সন্ধান পাওয়া যায়নি।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আব্দুল্লাহর নিখোঁজের কোন ক্লু খুঁজে পাচ্ছিনা। দেশের সকল থানায় বার্তা দেওয়া হয়েছে। তাকে উদ্ধার করতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলে আব্দুল্লাহর সন্ধান করছে তার পরিবার। সে কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মারা গেছে, কারো কাছে উত্তর নেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন