নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে সোমবার একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে কালুখালী উপজেলার রাফিদ সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২ জুন) দুপুর পৌনে ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
অভিযানে বাজার তদারকি কার্যক্রমে সহায়তা প্রদান করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক ও জেলা পুলিশ লাইন্স এর সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সূবর্ণা আক্তার।