মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা শেষে পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মাধবী সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক ব্যবহারে দেহের ক্ষতি ছাড়া কোন উপকার নেই। সারা দেশের ন্যায় গোয়ালন্দকে তামাক মুক্ত ও নিয়ন্ত্রনে রাখতে সরকারী সকল দপ্তরের পাশাপাশি সুশিল সমাজকে এগিয়ে আসার আহবান জানান।