নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সবজি হাটের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তিনজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কদম আলী মন্ডলের (৩০) মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করছে।
আশরাফুল মণ্ডল (২৭) বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে। শনিবার ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ আরও ৪জনকে গ্রেপ্তার করেছে। হামলার ঘটনায় সরাসরি জড়িত মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।
গত রোববার (২৫ মে) দুপুরে বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে অবস্থানকালে হামলা চালিয়ে নিহত কদম আলীর দুই হাত ও পা মারাত্মক জখম করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মারা যান কদম আলী মণ্ডল। তিনি কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে।
এ ঘটনায় নিহত কদম আলীর বড় ভাই আফজাল হোসেন বাদী হয়ে ২৮ মে কালুখালীর বেদবাড়িয়া গ্রামের শিমুল মোল্লা সহ ২৭জন এজাহারভুক্ত এবং অজ্ঞাত ১০ থেকে ১৫জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা (নং-১৭) করেন।
এ ঘটনায় এখনো ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন হামলায় গুরুতর আহত কালুখালীর মাছবাড়ি ইউপির চর কুলটিয়া গ্রামের খবির মোল্লার ছেলে আরজু মোল্লা (৪০) এবং একই উপজেলার নতুন চর গ্রামের হাবিল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৮)। এরমধ্যে আরজু মোল্লার দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াকান্দির সোনাপুর বাজারের সবজি হাটের বন্দোবস্ত নিয়ে বৈশাখ মাসের প্রথম দিকে দখল নিতে চান কালুখালীর শিমুল মোল্লা। শিমুল দখল নিতে ব্যার্থ হওয়ায় আধিপত্যের কারণে হাট দখল করেন আরজু মোল্লা। চলতি মে মাসের প্রথম সপ্তাহে হাটে অবস্থানকালে আরজু সহ কয়েকজন শিমুল মোল্লাকে কুপিয়ে জখম করেন। চিকিৎসা শেষে সম্প্রতি নিজ এলাকায় ফিরে প্রতিশোধ নিতে দলবদ্ধভাবে হামলা করেন শিমুল মোল্লা।
গত ২৫ মে দুপুরে সোনাপুর বাজারে আরজু মোল্লা, কদম আলী ও বাচ্চু মিয়ার অবস্থানের বিষয় নিশ্চিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫টি মোটরসাইকেলে এসে তাঁদের কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, কদম আলীর মৃত্যুর ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে আশরাফুল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে নিহত কদম আলী মণ্ডলের ওপর হামলায় সরাসরি আশরাফুল মণ্ডলকে দেখা যায়। তাঁকে আজ শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।