Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে চুরির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ মে ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে মোটরপাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামে এক তরুণ দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ মো. রাসেল মোল্লা (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৩১ মে) ভোর সাড়ে চারটার দিকে ঢাকার আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে গ্রোপ্তার করে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ফরিদ উদ্দিন মোল্লার ছেলে। এর আগে শাহিন ওরফে রুপল শেখ হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। এই নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করলো রাজবাড়ী সদর থানা পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কয়েকদিন আগে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির পানির মোটরপাম্প চুরি হয়। এতে পার্শ্ববর্তী এলাকার দিনমজুর শাহিন ওরফে রুপল শেখকে সন্দেহ করে। গত ১৬ মে সন্ধ্যার দিকে সালিশের কথা বলে শাহিন শেখ ওরফে রুপলকে শামসুদ্দিন বিশ্বাসের বাড়ি ধরে নিয়ে আটকে রাখে। এ সময় জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের হুকুমে ২০ থেকে ২৫ জন শাহিন ওরফে রুপলকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে বেধরক মারধর করে। তাঁর হাত, পা সহ শরীরে মারাত্মক আঘাত করা হয়। দুই পায়ের গোড়ালি ও হাঁটুতে গুরুতর রক্তাত্ব জখম করে।

পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে দশটার দিকে মারা যায়। রাজবাড়ী সদর থানা পুলিশ ওইদিন গভীররাতে সদর হাসপাতাল থেকে নিহত শাহিন শেখ ওরফে রুপলের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পরদিন সকালে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত শাহিন ওরফে রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১৭ মে এজাহারভুক্ত ১০ জন এবং অজ্ঞাত আরো ৮ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা (নং-২৯) দায়ের করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের পানির মোটরপাম্প চুরি হওয়ায় শাহিন ওরফে রুপলকে সন্দেহ করে তাকে বাড়ি ডেকে নিয়ে বেধরক মারধর করে। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করলে ওইদিন রাতেই মারা যায়। পুলিশ লাশের সুরতহাল শেষে পরদিন ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

পরে ওইদিন রাতেই এ ঘটনায় জড়িত চারজনকে এবং পরে আরও একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। শনিবার সকালে আশুলিয়া থেকে রাসেল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। সে শাহিন ওরফে রুপল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। দুপুরে রাসেল মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন