Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে হাটের আধিপত্য নিয়ে হামলায় গুরুতর আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার ৪

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ মে ২০২৫, ৯:৫৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর সবজি হাটের আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত তিনজনের মধ্যে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কদম আলী মন্ডল (৩০) মারা যান। সে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের চর কুলটিয়া গ্রামের লোকমান মন্ডলের ছেলে। মৃত্যুর বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেন বালিয়াকান্দি থানার ওসি।

এ ঘটনায় নিহত কদম আলীর বড় ভাই আফজাল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে কালুখালীর বেদবাড়িয়া গ্রামের শিমুল মোল্লাসহ ২৮জন এজাহারভুক্ত এবং অজ্ঞাত ১০ থেকে ১৫জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করেন। পুলিশ মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সিসিটিভির ফুটেজ দেখে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের নান্নু শেখের ছেলে লিমন শেখ (১৮), ঘোড়ামারা গ্রামের আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে সোহাগ ফকির (২০), মিয়া পাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে রাজিব শেখ (২৫) ও একই গ্রামের ফুয়াদ মিয়ার ছেলে মিজান মিয়া (১৮)।

এর আগে রোববার(২৫ মে) দুপুরে সোনাপুর বাজারে অবস্থানকালে হামলা চালিয়ে কদম আলীর দুই হাত ও পা মারাত্মক জখম করে। হাসপাতালে এখনো চিকিৎসাধীন গুরুতর আহত কালুখালীর মাছবাড়ি ইউপির চর কুলটিয়া গ্রামের খবির মোল্লার ছেলে আরজু মোল্লা (৪০) ও একই উপজেলার নতুন চর গ্রামের হাবিল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩৮)। এরমধ্যে আরজুর দুই হাতের কব্জিতেও গুরুতর আঘাত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বালিয়াকান্দির সোনাপুর বাজারের সবজি হাটের বন্দোবস্ত নিয়ে বৈশাখ মাসের প্রথম দিকে দখল নিতে চান কালুখালীর শিমুল মোল্লা। শিমুল দখল নিতে ব্যার্থ হওয়ায় আধিপত্যের কারনে হাট দখল করেন আরজু মোল্লা। চলতি মে মাসের প্রথম সপ্তাহে হাটে অবস্থানকালে আরজুসহ কয়েকজন শিমুল মোল্লাকে কুপিয়ে জখম করেন। চিকিৎসা শেষে সম্প্রতি নিজ এলাকায় ফিরে প্রতিশোধ নেন শিমুল।

গত রোববার দুপুরে সোনাপুর বাজারে আরজু মোল্লা, কদম আলী ও বাচ্চু মিয়ার অবস্থানের বিষয় জানতে পেরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ২০-২৫টি মোটরসাইকেলে এসে তাঁদের কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর সঙ্গে শিমুলের সম্পৃক্ততার অভিযোগ করেন আহতদের স্বজন ও পরিবার।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, সোনাপুর সবজি হাটের বন্দোবস্ত নিয়ে আরজুর সঙ্গে বিরোধের জেরে চলতি মে মাসের প্রথম সপ্তাহে শিমুলের ওপর হামলা হয়। সুস্থ্য হয়ে শিমুল এলাকায় ফিরে প্রতিশোধ নিতে গত রোববার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে কদম আলী, আরজু ও বাচ্চুকে কুপিয়ে জখম করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার কদম আলী মারা গেলে রাতে পরিবার থেকে মামলা করেন। পরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস