Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদকে সামনে রেখে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এবং ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রাজবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শ্রীপুর বাজার ঘুরে আবার একই স্থানে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়। পরে সদর উপজেলা উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও জেলা তথ্য অফিসার রেখা ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি সিভিল সার্জন এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।

অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহমত আলী, এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, শাহেদ খান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জেলা ও উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তিন দিনব্যাপী এই মেলা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় হচ্ছে। মেলায় সেবা গ্রহিতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এল এ কেসের চেক প্রদান, তাৎক্ষণিক অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। সদর উপজেলা পরিষদের হলরুমে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলায় ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১৫টি স্টল দেয়া হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন