মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আক্কাস আলী হাই স্কুলের পিছনে পদ্মা নদী থেকে অবৈধভাবে খনন যন্ত্র (ড্রেজিং মেশিন) দিয়ে বালু উত্তোলনের দায়ে জাহিদ বিশ্বাস নামের এক ব্যক্তির ড্রেজিং পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে। এছাড়া ফসলি জমির মাটি কেটে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি ও বহনের দায়ে একটি স্কেভেটর (ভেকুর) ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৪ মে) শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।
এ বিষয়ে ইউএনও জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালিয়ে ১টি স্কেভেটরের ব্যাটারি জব্দ করা হয়েছে। এ সময় চালক ট্রাকটি ফেলে কৌশলে পালিয়ে যায়। স্কেভেটর মালিক আসলে তাদের বালু, মাটি ব্যবস্থাপনা আইনে মোটা অংকের টাকা জরিমানা আদায় করা হবে। এছাড়া একই সাথে তাদেরকে সতর্ক করে দেওয়া হবে। যাতে তারা যেন কোন কৃষি জমি বা পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি না করে।
এছাড়া আক্কাস আলী হাইস্কুলের পিছনে জাহিদ বিশ্বাস নামের একজন ব্যক্তি পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে খনন যন্ত্রের অন্তত ৩০-৪০টি পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। ইউএনও আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।