নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় আহলাদীপুর এলাকায় তল্লাশিকালে একটি যাত্রীবাহি বাসের যাত্রীর পেটে বাঁধা অবস্থায় এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের হাইওয়ে থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাজাহান মল্লিক (৫৪)। সে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পালডাঙ্গা বেড়িবাঁধ এলাকার মৃত সলিমুদ্দিন মল্লিকের ছেলে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার সামনে পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে আসা ফরিদপুরগামী মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রী শাজাহান মল্লিকের পেটে বাঁধা অবস্থায় এক কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মো. শামিম শেখ জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আজ শুক্রবার সকালে রাজবাড়ী সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে দুপুরেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মহাসড়কে যানমাল নিরাপত্তায় সার্বক্ষণিক টহলে থাকি এবং নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম রেখেছি। এ ধরনের চেকপোস্ট, টহল অব্যাহত থাকবে।