Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে পিটিয়ে যুবককে হত্যার ঘটনায় আরও একজনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ মে ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে চুরির অভিযোগে শাহিন ওরফে রুপল শেখ নামের যুবককে পিটিয়ে হত্যায় জড়িত অভিযোগে পুলিশ আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাস (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মিস্ত্রীপাড়া গ্রামের রিপন বিশ্বাস ওরফে কচি বিশ্বাসের ছেলে। বুধবার সকালে ফরিদপুরের বোয়ালমারী থেকে গ্রেপ্তারের পর বিকেলে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ির মোটরপাম্প চুরি হয়। এতে সন্দেহ করে একই এলাকার দিনমজুর শাহিনকে। গত শুক্রবার সন্ধ্যার আগ মুহুর্তে সালিসের কথা বলে আবির হোসেনসহ তিন-চারজন শাহিনকে শামসুদ্দিনের বাড়ি ডেকে আনে। জহির উদ্দিন ও শামসুদ্দিন বিশ্বাসের নির্দেশে ১৫ থেকে ২০জন শাহিনকে খুটির সঙ্গে দুই হাত-পা বেধে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। দুই পায়ের হাঁটু ও গোড়ালিতে লোহার ড্রিল দিয়ে ক্ষত করে রগ কেটে জখম করে। এক পর্যায়ে শাহিন অচেতন হয়ে পড়লে সবাই পার্লিয়ে যায়। স্থানীয় লোকজন শাহিনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পরদিন শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিন রাতেই শাহিনের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮জনকে আসামি করে মামলা করেন। স্থানীয় কয়েকজন জানান, চুরির অভিযোগের পাশাপাশি এক নারীর গোসলের ভিডিও ধারণের কারণেও শাহিনকে ডেকে মারধর করা হয়েছিল।

এ ঘটনায় নিহত শাহিনের মামা কালাম মোল্লা বাদী হয়ে শনিবার ভোরে এজাহারভুক্ত ১০জন ও অজ্ঞাত ৮জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওইদিন পুলিশ রাজাপুর মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা (৫০) নামের ৪জনকে গ্রেপ্তার করে। আবির হোসেন অন্তরসহ পুলিশ শাহিন হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এদিকে শাহিন হত্যার বিচারের দাবিতে রোববার বিকেলে এলাকাবাসীর ব্যানারে রাজাপুরে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ লোকজন শাহিন হত্যা মামলার আসামি মোক্তার বিশ্বাসের বাড়িতে হামলা করে। একপর্যায়ে আগুন দেওয়ার চেষ্টা করলে সদর থানার এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেম বাধা দিলে হামলাকারীরা লোহার রড ও ইট দিয়ে দুই পুলিশ সদস্যকে মারধর করেন। অতিরিক্ত পুলিশ সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রোববার রাতেই এসআই সাব্বির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, শাহিন হত্যার ঘটনায় আবির হোসেনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবির ঘটনার দিন নিহত শাহিনকে ডেকে এনেছিল। তাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনও করেছিল। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায়ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন