Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. স্বাস্থ্য
  7. আলোচিত খবর

 ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণ ও কৃষি জমি দখলের অভিযোগ, দুই লাখ টাকা জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ মে ২০২৫, ৯:১০ পূর্বাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ ও মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে অবিস্থত ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণ এবং কৃষি জমি দখলের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ ও প্রাণি সম্পদ বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এসময় পরিবেশ দূষণের অভিযোগ প্রমানিত হওয়ায় নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদ। এসময় পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশিদ, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, প্রাণিসম্পাদ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সঙ্গে ছিলেন।

গত ৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তার কাছে এলাকাবাসী গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ করেন। উজানচর ইউনিয়নের মইজদ্দিন মন্ডল পাড়া বেরিবাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত ভিক্টর ভিলেজের বিরুদ্ধে পরিবেশ দূষণ, আবাদী জমি ধ্বংস, বসতভিটা দখলের অভিযোগ করা হয়। মইজদ্দিন মন্ডল পাড়া, মাখন বাবুরচর, ছব্দুল খার পাড়া, সইজদ্দিন মাতব্বর পাড়া, মইজ উদ্দিন মোল্লার পাড়ার ২৭৫জন গণ স্বাক্ষর করেন। প্রতিষ্ঠানের মালিক মো. রুহুল আমিন ঢাকায় বসবাস করেন।

অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, পরিবেশম বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিবেশ অধিপ্তরের মহাপরিচালক, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগী কমিশনার, রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ৩০টি দপ্তরে প্রেরণ করা হয়।

আবাদি কৃষি জমি নষ্ট করে ভিক্টর ভিলেজ নামক মুরগির খামার গড়ে তোলা, মুরগির বিষ্ঠা হতে সৃষ্ট দুর্গন্ধ থেকে পাঁচ গ্রামে খামারের ময়লা আবর্জনা দ্বারা জনস্বাস্থ্য ও পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। সীমানা প্রাচীর না থাকাসহ বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকা, যত্রতত্র মুরগির বিষ্ঠা ছড়িয়ে, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, মরা মুরগী, নষ্ট বাচ্চা, পচা ডিম ধ্বংসের ব্যবস্থা না থাকা, স্যাঁতস্যাঁতে আবর্জনার দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে রোগে ভুগছে অভিযোগে বলা হয়।

স্থানীয় আব্দুর রব বলেন, ভিক্টর ভিলেজের কারনে অনেক আবাদি জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। রুহুল আমিনের ছোট ভাই নুরুল আমিন (অর্নব ফার্টিলাইজার মালিক) একইভাবে দীর্ঘদিন ব্যবসা করায় ১৫ মার্চ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা শেষে প্রতিষ্ঠান বন্ধ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, ভিক্টর ভিলেজ লিমিটেডের মালিক রুহুল আমিন বহু কৃষি আবাদি জমি দখল করে ৮টি মুরগির শেড করেছেন। এ কারনে অনেক আবাদি কৃষি জমি বেদখল হয়ে গেছে। যেটা আইনত সম্মত নই।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ আহমেদ বলেন, ভিক্টর ভিলেজের বিরুদ্ধে মুরগির বিষ্ঠা এবং মরা মুরগি হতে দুর্গন্ধ সৃষ্টি হয়ে পরিবেশ বিপর্যয় প্রমানিত হওয়ায় এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সন্তোষজন না হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২১ অনযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এরপরও সংশোধন না করলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিক্টর ভিলেজের দায়িত্বরত মহা ব্যবস্থাপক মো. ওবায়দুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা মেনে প্রতিষ্ঠানটি চলছে। স্থানীয় কিছু ব্যক্তি ইর্ষান্বিত হয়ে অভিযোগ করায় প্রশাসন অভিযান চালিয়ে সামান্য ত্রুটি ধরায় জরিমানা করেছে। আগামীতে এ ধরনের ত্রুটিও থাকবে না।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস