নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে দুইদিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজনের বুধবার সকালে অফিসার্স ক্লাব চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে বুধবার সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলাতানা আক্তার। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অফিসার্স ক্লাবে আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন বিদ্যালয় থেকে ষ্টল প্রদর্শীত হয়।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিন দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান গাড়িতে দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় উপজেলা সদর সহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা তাতে অংশ গ্রহণ করেন।