Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কৃষকলীগ নেতা, ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ মে ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন প্রামানিককে (৬২) গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ উপজেলা কৃষকলীগ সভাপতি এবং উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার মৃত ইমান আলী প্রামানিকের ছেলে। সোমবার দুপুরে তাকে শহরের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে বিকেলেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উপজেলার অন্তারমোড় এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাদী হয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর রাতে মামলা(নং-১০) করেন। শরিফুল ইসলাম রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের শিক্ষার্থী ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকার শাহজাহান শেখ এর ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, গত বছর ৪ আগষ্ট গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে আন্দোলন করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে রেলগেট এলাকায় পৌছলে এজাহারভুক্ত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের কেউ হামলাকারীদের বাধায় হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি।

মামলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ ৫৯ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত আবুল হোসেন প্রামানিক এজাহারভুক্ত আসামি ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীর দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা কৃষকলীগের সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন প্রামিনককে আজ সোমবার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সোমবার বিকেলেই আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত