Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

এবার পদ্মা ও যমুনার মোহনার দুই কাতল বিক্রি হলো প্রায় লাখ টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এবার পদ্মা ও যমুনা নদীর দুই কাতল মাছ বিক্রি হয়েছে প্রায় এক লাখ টাকায়। রোববার জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর প্রায় ৩২ কেজি ৬০০ গ্রাম এবং ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের দুই কাতল বিক্রি হয়। তার আগে কাতল দুটি দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে রাখাল গাছি এলাকায় পদ্মা এবং যমুনা নদীর মোহনায় ধরা পড়ে।

মৎস্যজীবীরা জানান, পানি বাড়তে থাকায় পদ্মা নদীতে মাছের বিচরণ বেড়েছে। মাঝে মধ্যে কাতল, রুই, পাঙ্গাশ মাছ ধরা পড়ছে। রোববার সকালে রাজবাড়ীর সীমান্তবর্তী গোয়ালন্দের রাখালগাছি এলাকায় পদ্মা ও যমুনা নদীর মোহনা জাল ফেলেন জেলেরা। কিছুক্ষণ পর জাল টেনে নৌকায় তুলতেই দেখেন বিশাল আকারের এক কাতল। আনন্দে আত্মহারা জেলেরা শিকার বন্ধ করে বিক্রির জন্য আসেন দৌলতদিয়া সাইফুল্লাহর আড়ত ঘরে। এসময় ওজন দিয়ে দেখেন কাতলটি প্রায় ৩২ কেজি ৬০০ গ্রাম হয়েছে। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা কাতলটি কিনেন।

এছাড়া সকালে মানিকগঞ্চের জাফরগঞ্জ এলাকার জেলে মমিন মন্ডল একই এলাকায় জাল ফেলে বড় আরেকটি কাতল পান। তিনিও বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের কেসমত মোল্লার আড়ত ঘরে তোলেন। এসময় ওজন দিয়ে দেখেন কাতলটির ওজন প্রায় ২৫ কেজি ২০০ গ্রাম। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য ভান্ডারের সত্ত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, বড় কাতলটি কোন জেলের জালে ধরা পড়েছে জানা নাই। সাইফুল্লাহর আড়ত ঘর থেকে বেলা সাড়ে ১১টার দিকে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কিনেন। পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

এর এক ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের কেসমত মোল্লার আড়ত থেকে ২৫ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলটিও তিনি নিলামে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় কিনেন। এই কাতলটিও ঢাকার এক ব্যক্তির কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৩০০টাকায় বিক্রি করেন। তিনি কাতল দুটি প্রায় ৮৯ হাজার ৯০০ টাকায় কিনে ৯৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

চান্দু মোল্লা বলেন, শনিবারও তিনি প্রায় ২৮ কেজি ওজনের একটি কাতল ৫০ হাজার ৪০০ টাকায় কিনে ৫৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জালাল প্রামানিকের জালে ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাজারের মোমিন মন্ডলের আড়ত থেকে তিনি নিলামে কিনেন। বর্তমানে পদ্মা এবং যমুনা নদীতে বড় মাছ, বিশেষ করে বড় কাতল বেশি ধরা পড়ছে বলে জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস