শাকিল মোল্লা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সাউন্ড ও লাইটিং ব্যবসায়ীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌর শহরের রোকন উদ্দিন প্লাজার কমিনিউটি সেন্টারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান।
গোয়ালন্দ উপজেলা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জমির উদ্দিনের সভাপতিত্বে ও গোয়ালন্দ উপজেলা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম আজিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য ও প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি আজম আহম্মেদ, বাজার বড় মসজিদের ইমাম ও খতিব উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, গোয়লন্দ পৌরসভার স্টোর কিপার ফকির জান্নাত হোসেন পলাশ, গোয়লন্দ সাংবাদিক ফোরামের যুগ্ন আহ্বায়ক মো. মইনুল হক মৃধা, সদস্য মোঃ শাকিল মোল্লা, উপজেলা সাউন্ড সিষ্টেম ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মোঃ আলম শেখ, মামুন মোল্লা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সেলিম, সেলিম কাজী, সাংগাঠনিক সম্পাদক মোঃ লাভলু শেখ, মোঃ জহির, মো. আলিফ, মোঃ ইউনুছ, ক্যাশিয়ার এম.ভি.সি.রিয়াজ, ক্যাশিয়ার মোঃ শাহাদত হোসেন খন্দকার, প্রচার সম্পাদক মোঃ ফরিদ প্রামানিক সহ সংগঠনের সদস্য ও প্রিন্ট ইলেকট্রনিকক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং হালাল ব্যবসার ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা সবাই একসঙ্গে ইফতার করেন। গোয়ালন্দ উপজেলা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী সমিতি আগত অতিথিদের ধন্যবাদ জানান।