Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

মারধরের প্রতিশোধ নিতেই রাজবাড়ীর তানভীরকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আলোচিত কলেজছাত্র তানভীর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মো. সবুজ বেপারী হত্যার দায় স্বীকার করে গতকাল বৃহস্পতিবার রাতে আদালতে ১৬৪ ধারায় জবানবিন্দ দিয়েছেন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থানাধীন হরিরামপুর পদ্মার চর থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় রাজবাড়ী সদর থানা পুলিশ সবুজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সবুজ বেপারী (২২) রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার শহিদ বেপারীর ছেলে। তাকে বৃহস্পতিবার সকালে সদর থানায় হাজিরের পর বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে প্রেরণ করা হয়। সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত সবুজের জবানবন্দি রেকর্ড সম্পন্ন হয়। রাতেই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

তানভীর শেখ (১৯) রাজবাড়ী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার বাবর আলী ওরফে বাবু শেখের ছেলে। সে শহরের ডা. আবুল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ৩নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই-আগষ্টে আন্দোলন চলাকালীন সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন তানভীর।

এর আগে ১৭ নভেম্বর রাতে মামলার দ্বিতীয় আসামী সবুজের বন্ধু জাহিদুল ইসলাম ওরফে জিসানকে (২১) ঢাকার কেরানীগঞ্জ থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কাছে স্বীকারোক্তিতে সদর উপজেলার সোনাকান্দর কবরস্থান থেকে তানভীর হত্যকা-ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও চাপাতি উদ্ধার করে। ১৮ নভেম্বর সন্ধ্যায় আদালতে জিসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

আদালতে স্বীকারোক্তিতে সবুজ জানায়, ২ নভেম্বর শহরের রেলগেট সংলগ্ন স্থানীয় রঙের দোকানের সামনে অটোরিক্সা রাখা নিয়ে জাহিদুলের বড় ভাই জুয়েলের সাথে অটোরিক্সা চালকের বাকবিত-া হয়। এ ঘটনায় জাহিদুল ও নিহত তানভীর দুটি পক্ষ নিয়ে বিরোধে জড়িয়ে পরে। ঘটনার তিনদিন আগে শহরের ড্রাইআইচ ফ্যাক্টরি এলাকায় জাহিদুলের সাথে সবুজকে তানভীর লোকজন নিয়ে মারধর করে। তখন থেকে প্রতিশোধ নিতে সুযোগের অপেক্ষা করছিল। ১২ নভেম্বর রাতে তারা তানভীরকে কুপিয়ে হত্যা করে বলে আদালতকে জানায়। রাত ৮টার পর আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

তানভীরের পরিবার জানায়, ১২ নভেম্বর রাত ৯টার দিকে শহরের বিনোদপুর বাসার অদূরে স্থানীয় সর্বজনীন মন্দির ও সাহবুদ্দিন মুন্নুর মুদি দোকান সংলগ্ন তিন রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তানভীর। সবুজসহ ১০-১২জন অস্ত্রের মুখে জিম্মি করে তানভীরকে উপর্যপুরি ছুরিকাঘাত করতে থাকে। পেটে ও পিঠে কুপিয়ে রক্তাত্ব করলে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

পরদিন ১৩ নভেম্বর তানভীরের মামা আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় সবুজ বেপারীকে প্রধান করে মোট ১০ জনকে চিহিৃত আসামী এবং অজ্ঞাত ৮জনকে আসামী করে হত্যা মামলা(নং-১৩) করেন। ওই দিন সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত ৪নম্বর আসামী কাজল ও ৮নম্বর এজাহারভুক্ত আসামী রহিমকে পুলিশ গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, কলেজছাত্র তানভীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সবুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবুজ এবং আগে গ্রেপ্তারকৃত দুই নম্বর আসামী জাহিদুল ইসলাম ওরফে জিসান হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

মারধরের প্রতিশোধ নিতেই রাজবাড়ীর তানভীরকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তি

গোয়ালন্দে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্নহত্যা

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযানঃ খাবার ও ওষুধ কম দেয়াসহ নানা অভিযোগের সত্যতা পেল

ছাত্রদলকে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- রাজবাড়ীতে প্রস্তুতি সভায় আসলাম মিয়া

কালুখালীতে সেনাবাহিনীর আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৌলতদিয়ায় আগুনে গবাদি পশু সহ বসতবাড়ি পুড়ে ছাই 

গোয়ালন্দে দিন শেষে ফিরিয়ে দেয়া হলো গরু, মোটরসাইকেল চুরির মামলায় ব্যবসায়ী আটক

রাজবাড়ীতে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে ৫ জানুয়ারী কেন্দ্র করে একইস্হানে বিএনপির দুই গ্রুপের জনসভা আহবান