module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 6218; AI_Scene: (-1, -1); aec_lux: 245.80298; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পৌর শহরের শিল্পকলা একাডেমির পাশে পান্নাচত্তর সমবায় মার্কেটে টিষ্টি ট্রিট এর ৩৫০ তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকালে কেক ও ফিতা কেটে টেষ্টি ট্রিট শাখার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার নাহিদ আহম্মেদ।
এ সময় দোয়া ও মোনাজাত করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মদ। অন্যান্যের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী টেষ্টি ট্রিট আউটলেটের পরিচালক মো. শহিদুল ইসলাম, টেষ্টি ট্রিট এর বরিশাল ফরিদপুর জোনের এরিয়া ম্যানেজার মো. সোহাগ হোসেন সহ শহরের গন্য মান্য ব্যক্তিবর্গ। এ শাখায় মানসম্মত ফাস্টফুড, বেকারী, ডেজার্ট ও বার্থডে আইটেম জাতীয় খাবার পাওয়া যায়।