সমাবেশে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
এ সময় রাজবাড়ী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক আশরাফ হোসেন খান, শিক্ষক পরিষদের সম্পাদক সামছুল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ কলেজর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে।শিক্ষার্থীরা মাদকের ভয়াবহতা জানলে মাদক গ্রহন করা থেকে বিরত থাকবে ও সুস্থ্য জূবন যাপন করবে আগামী ভবিষ্যৎ।