নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার ঐতিহ্যবাহি আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন ও বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, আজহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সেহরাব, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আরশাদ আলী সরদার, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন শেখ প্রমূখ।