নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ইয়াবাসহ বোরহান উদ্দিন শেখ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন শেখ রাজবাড়ী সদরের বিনোদপুর লোকসেড এলাকার মৃত জামাল শেখের ছেলে।
জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, গত শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সিডিএমএস যাচাই করে ধৃত আসামি বোরহান উদ্দিন শেখের বিরুদ্ধে পূর্বের চুরি ও মাদক মামলাসহ মোট ১০টি মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু শেষে শনিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ রকা হয়েছে বলে জানান তিনি।