নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এ প্রশংসনীয় ভূমিকা রাখায় এবং নিয়মিত অভিযান পরিচালনা করায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি প্রথম স্থান অর্জন করেছে। গতকাল শনিবার (১৮ নভেম্বর) দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিএম সিরাজুল কবিরের হাতে প্রথম স্থান অর্জন করায় পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের আওতাধীন একটি থানা এবং ৮টি ফাঁড়ির মধ্যে প্রথম হয়েছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. আশিক সাঈদ দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিএম সিরাজুল কবিরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিএম সিরাজুল কবির বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় এ বছর ইলিশের উৎপাদন বাড়বে। মা ইলিশ রক্ষায় আমাদের যৌথ টিম কাজ করেছে। সবাই একযোগে কাজ করায় এবার অভিযানে ব্যাপক সফলতাও এসেছে।