নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বিএনপি জামায়াতের হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান কর্মসূচী পালন করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ।
রোববার (১২ নভেম্বর) বেলা ১২ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গোয়ালন্দ বাসস্টান্ড থেকে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ কর্মসূচী পালন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারন সম্পাদক আবির হোসেন রিদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ আমীরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক রিয়ান রনি, দপ্তর সম্পাদক সামিউল আলম, ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ রাকিব হোসেন সহ কলেজ উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।