ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে শিক্ষা সহায়তা ফোরামের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষা সহায়তা ফোরাম রাজবাড়ীর আয়োজনে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় এ বিদ্যালয়ের পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত ৩২ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
এ সময় রাজবাড়ী শিক্ষা সহায়তা ফোরামের সভাপতি ডা. মো. জাহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী দিদার আহম্মেদ, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি ও আজীবন সদস্য আব্দুর রহিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, শিক্ষা সহায়তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মহিতুজ্জামান বেলাল প্রমূখ।