
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রোববার সকালে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট মোড় এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ মো. সুজন মিয়া (২৬) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। সে দিনাজপুর সদর উপজেলার রেলঘুন্টি নিশ্চিন্তপুর ফকিরপাড়ার চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পূর্বে আরো দুটি মাদক মামলা রয়েছে।
সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আজ রোববার সকালে থানা পুলিশের একটি দল দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় অবরোধের ডিউটি পালন করছিলেন। এসময় দৌলতদিয়া লঞ্চ ঘাট মোড় নওশের এর ফলের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।