Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভায় পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও ডিজে গান না বাজানোর অনুরোধ

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ অক্টোবর ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

Link Copied!

 

মইনুল হক, গোয়ালন্দঃ আগামী ১৪ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভা। সভায় পূজামন্ডপে সিসিক্যামেরা স্থাপন এবং ডিজে গান না বাজানোর অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর কার্ত্তিক ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক নির্মল কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক কোমল সাহা, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আকাশসহ আনসার, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বশীল ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, এ বছর গোয়ালন্দ উপজেলায় ২৫টির মধ্যে পৌরসভায় ১৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। এ বছর পূজা মন্ডপগুলোর কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব ঘোষ বলেন, এ বছর জাঁকজমকপূর্নভাবে পূজা উদযাপনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের দেওয়া সিদ্ধান্ত মেনেই পূজা উদযাপন করা হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। তিনি গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহবান জানান। পূজামন্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও নির্গমণ লাইন রাখা এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। মন্ডপে ডিজে গান না বাজিয়ে মা দূর্গার গান বাজানো, ঢাক ঢোল এর প্রতি নজর দিতে অনুরোধ জানান। নামাজের সময় মন্ডপের গান বাজনা বন্ধ রাখার অনুরোধ জানান। পূজামন্ডপের আশেপাশে কোন মাদকসেবী পেলে শাস্তির আওতায় আনা হবে।যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবের নির্বাচনে বিজয় চেয়ারম্যান, সানজিদা সেক্রেটারি নির্বাচিত

গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পদ্মা নদীতে ফেলা হাজারি বরশিতে পাওয়া এক বোয়াল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে জেঁকে বসেছে শীত, রাতে পৌছে দেওয়া হচ্ছে শীতবস্ত্র কম্বল

দৌলতদিয়ায় অল্পতে রক্ষা পেল কার্ভাডভ্যান, ১০ ঘন্টা পর ৭নম্বর ফেরি ঘাট চালু

বালিয়াকান্দিঃ ঝগড়ার প্রতিশোধ নিতে গৃহবধুকে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি

পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ

দৌলতদিয়া আবাসিক বোডিংয়ে পাওয়া গেলো যুবকের অর্ধ গলিত লাশ

শোক সংবাদ, বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমানের মৃত্যু