নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রথমে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দৌলতদিয়া বাজার পূজা মন্ডপের সামনে ও পরে উজানচর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে এবং উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে দুটি অুনষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
দৌলতদিয়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, দৌলতদিয়া বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোসাররফ হোসেন প্রামানিক, দৌলতদিয়া পূজামণ্ডপ কমিটির সভাপতি রঞ্জিৎ কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক রমেশ মাষ্টার, ইউপি সদস্য মো. কাশেম শেখ, মো. আয়ুব আলী, আব্দুল গাফফার, জামাল মোল্লা, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, আয়েশা বেগম প্রমূখ।
উজানচর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমামুজ্জামান, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামছু মন্ডল, প্যানেল চেয়ারম্যান মো. আবুল হোসেন প্রামনিক সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।