ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পায়ূপথে হেরোইন পাচারকালে মো. রুবেল শেখ ওরফে রাসেল (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে উপজেলার দৌলতদিয়া ঘাট পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদর পশ্চিমপাড়ার আবুল শেখ এর ছেলে।
আজ শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে আয়োজিত প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে সাংবাদিকদের ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় প্রবেশকালে স্থানীয় শহীদ মিনারের পাশ থেকে তাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী পায়ূপথে বিশেষ কৌশলে রাখা ১০ গ্রাম হেরোইন জব্দ করে। সিগারেটের রাংতায় বিশেষ কৌশলে মোড়ানো ওই হেরোইনের মূল্য প্রায় এক লাখ টাকা।
ওসি স্বপন কুমার মজুমদার আরো জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে পূর্বে আরো দুটি মাদক ও একটি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শনিবার দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।