মইনুল হক, রাজবাড়ীঃ ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সাথে রাজবাড়ী বাস মালিক গ্রুপের দ্বন্দের কারণে তিন দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ৩ টার দিকে ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো.আব্দুর রাজ্জাক লিটন।
এর আগে গত সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৮০ ঘন্টা পর পুনঃরায় আবার বাস চলাচল শুরু হয়।
রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক লিটন বলেন, আমরা বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সাথে মিটিং করেছি। তিনি আমাদের জানিয়েছেন আগামী রোববার (৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনারের সাথে রাজবাড়ী বাস মালিক গ্রুপ, গোল্ডেন লাইন পরিবহনের মালিক পক্ষ ও বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের বৈঠক হবে। সেখানে গোল্ডেন লাইনের সাথে আমাদের যে দ্বন্দ রয়েছে তার সমাধান হবে। জেলা প্রশাসকের আশ্বাসে আমরা আজ দুপুর ৩ টা থেকে বাস চলাচল শুরু করেছি। আশা করছি আমরা রবিবারে সঠিক রায় পাবো।