নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠিপাঁচুরিয়া সহ বেশ কিছুদিন ধরে গরু, ছাগল, ইলকট্রিক মটর, মোটর সাইকেল চুরি সহ নানা অপকর্ম করে আসছে একটি মহল। এরই মধ্যে গত মঙ্গলবার রাতে গরু চুরি করতে গিয়ে গন ধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি হন পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতার ভাই তরিকুল হাওলাদার।
তরিকুল হাওলাদার পাঁচুরিয়া ইউনিয়নের কুঠিপাঁচুরিয়া জগৎপুর গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে। এ ঘটনায় পাঁচুরিয়া ইউনিয়নের দয়ালবন্দ গ্রামের মো. ওসমান গনি পাটোয়ারীর ছেলে রুহুল আমিন, গরু চোর তরিকুল হাওলাদার সহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে সদর থানায় মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে মামলা দায়ের করা হয়।
সদর থানায় বাদী রুহুল আমিন মামলার এজাহারে উল্লেখ করেন, গত সেমবার দিবাগত রাত ২ টার দিকে আমার বাড়িতে তরিকুল হাওলাদার সহ ৪/৫ জন প্রবেশ করে। এসময় তারা আমার গোয়াল ঘরের চারটি গাভি যার মূল্য ৫ লক্ষ ৩০ হাজার টাকা। সে সময় আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি গরুগুলো নিয়ে যাওয়ার সময় গরুর শব্দ পেয়ে আমি বাহিরে এসে দেখি আমার গরু গুলো কয়েকজন লোক নিয়ে যাচ্ছে চোর। এ সময় আমি চিৎকার করলে আমার আশ পাশের লোকজন এগিয়ে আশে। তখন আমরা ও এলাকার লোকজন মিলে বিবাদী ১ নং আসামী তরিকুলকে আটক করতে সক্ষন হই। বাকী অজ্ঞাত আরো ২/৩ জন চোর পালিয়ে। চারপাশ থেকে আসা লোকজন চোর তরিকুলকে জিজ্ঞেস করলে তরিকুল, তখন খোলাবাড়িয়া গ্রামের মৃত ওসমান দেওয়ানের ছেলে ২নং আসামী ইউসুফ দেওয়ান সহ অজ্ঞাত দুইজন চুরি করতে এসেছে বলে জানায়। তখন আগত এলাকাবাসি আটক চোরকে মারপিট করলে আহত হয়।
ওই রাতে ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকা হওয়ায় খবর পেয়ে আসামী তরিকুলের ভাই শরিফুল সহ বপশ কয়েকজন জন ঘটনাস্থলে এসে তরিকুলকে তাদের হেফাজতে নিয়ে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আসামী তরিকুলের বড় ভাই পাঁচুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে বাদী রুহুল আমিন জানান, আমাদের এলাকায় মাঝে মাঝে গরু সহ বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। গত রাতেও চোর চুরি করতে আসে। এসময় আমরা আওয়াজ পেয়ে বাহিরে এসে দেখি চোর গরু ও ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে। পরে এলাকাবাসি সহ সবাই দৌড়ে চোরকে হাতে নাতে ধরি। পরে পুলিশ খবর পেয়ে চোরকে তাদের হেফাজতে নিয়ে যায়।
এ ব্যাপারে আসামী তরিকুলের বড় ভাই শরিফুল জানায়, ঘটনার দিন রাতে সাড়ে এগারোটার দিকে। খানখানাপুর থেকে রিক্সা না পেয়ে হেটে রেলের রেল সংলগ্ন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলো। এসয় খোলাবাড়িয়া মাইটপারা আসার পর সেখান থেকে খলিল, মিজান, আরাফাত সহ আরো কয়েকজন ধরে নিয়ে গরু চোরের দোষ দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মারপিট করে। আমার ছোট ভাই বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গরু চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে হাসপাতালে ভর্তি রয়েছে।