মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক বিশ্ব পর্যটন দিবস-২০২৩ পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পর্যায়ে পুরুস্কারপ্রাপ্ত সেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হাসান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা বিভিন্ন পর্যটনের স্থান, পর্যটনের টেকসই বিকাশ এবং প্রচার ও প্রসারে সবাই উদ্যোগী ভূমিকা রাখবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।