ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভূমি অফিসের ঘুষ দূর্নীতি এবং কৃষকদের উপর কৃষি ব্যাংকের লাল নোটিশ প্রদানের বিরুদ্ধে ও নদী ভাঙ্গন রোধ এবং ভূমিহীনদের মাঝে খাস জমি প্রদানের দাবীতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই সমাবেশ করা হয় এবং সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে অভিযোগ করা হয়, বরাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত তহশিল অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তার অফিসের কর্মচারিসহ সকলেই ঘুষ ও দূর্নীতির সাথে জড়িত রয়েছেন। সাধারন মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে জমির খাজনা দাখিলা গ্রহণ, নামজারিসহ বিভিন্ন খাতে ৪/৫ গুন অর্থ নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন সময়ে খাজনা প্রদানের দাখিলার প্রমাণ পত্র না থাকলে মোটা অংকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগে উঠে আসে। এ সময় ১ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গ্রহণ করার প্রমাণ রয়েছে বলে জানান তারা। এদিকে অসহায় কৃষকদের খেলাপি ঋনের বিপরিতে তাদের অর্থ পরিশোধ করতে লাল নেটিশ দেয়ার কথাও জানান এবং তা প্রত্যাহার করতে অনিরোধ জানান তারা।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, কেন্দ্রীয় সদস্য ও বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান ছালাম, জেলা সহ-সভাপতি নায়েব আলী মোল্লা, অধ্যক্ষ সুশীল দত্ত তাপস, জেলা শাখার সম্মানিত সদস্য শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা মুস্তাই, বিক্রম দত্ত, বরাট গার্লস স্কুলের সাবেক শিক্ষক সুব্রত পাল আস্তিক, হায়দার আলী সরদার, আব্দুর রহমান ও বাবু বিশ্বাস।