নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাতে উপজেলার দৌলতদিয়ার বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এছাড়া টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে হাতে নাতে জুয়া খেলার সামগ্রী, নগদ টাকাসহ ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে ১৪ মামলার আসামী বাহাদুর বিশ্বাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এসময় তার পরিহিত লুঙ্গির মধ্যে সাদা কাপড় দিয়ে বিশেষভাবে তৈরী চেইনযুক্ত পকেট থেকে ২১ গ্রাম হেরোইন উদ্ধার করে। সে ফরিদপুর কোতয়ালী থানার মুরারীদাহ গ্রামের করিম বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় ৭টি মাদক, ৬টি নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে চুরি এবং ১টি ডাকাতি মামলা সহ মোট ১৪টি মামলা রয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ইমান খার পাড়ার খালেক বিশ্বাস এর বসত ঘরে বসে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় পুলিশ ৮জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো স্থানীয় ইমান খার পাড়ার জালাল ফকির (৪৬), আলমগীর খান (৩৭), ফরহাদ সরদার (৩৪), ইদ্রিস মিয়ার পাড়ার রুবেল মন্ডল (৩০), হোসেন মন্ডল পাড়ার আবুল ফকির (৪৫), বেপারী পাড়ার হালিম মোল্যা (৩৫), আলাল ফকির (৫২) এবং টাঙ্গাইল সদর উপজেলার আনহুলা গ্রামের জসিম ফকির (৪০)। জসিম দৌলতদিয়া খালেক বোডিংয়ের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৬২০ টাকা, ১০৪টি বিভিন্ন রঙের তাস ও একটি প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।
এছাড়া দৌলতদিয়া হাসেন মোল্যার পাড়ার মোস্তফার মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৪.৫ গ্রাম হেরোইনসহ ফরিদপুরের সিএনবিঘাট যৌনপল্লির ওমর খার মেয়ে জুলি বেগম (৪৫) ও আলম শেখ এর স্ত্রী পদ্মা বেগম (৪২) নামের দুই নারীকে গ্রেপ্তার করে। এরমধ্যে পদ্মা বেগমের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে।