ইমরান মনিম, রাজবাড়ীঃ বুধবার সকাল ১১টায় জাতীয় কৃষক সমিতির আয়োজনে রাজবাড়ী বরাট ইউনিয়নের ভূমি অফিস ও পাঁচুরিয়া বাজার কৃষি ব্যাংকের সামনে ঘুষ দূর্নীতি ও কৃষকদের উপর কৃষি ব্যাংকের লাল নোটিশের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানববন্ধনে অংশগ্রহনকারী ভুক্তভোগীরা বিক্ষোভ করে কৃষি ব্যাংকের সামনে অবস্থান নেয়। এ সময় উভয় স্থানে মানববন্ধকারীরা বক্তব্য দেন।
মানববন্ধনে অভিযোগ করা হয় বরাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মরত তহশিল অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও তার অফিসের কর্মচারি সহ সবাই ঘুষ ও দূর্নীতির সাথে জড়িত রয়েছেন। সাধারন মানুষকে জিম্মি করে তাদের কাছ থেকে জমির খাজনা দাখিলা গ্রহন, নামজারি সহ বিভিন্ন খাতে ৪-৫ গুন অর্থ নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন সময়ে খাজনা প্রদানের দাখিলার প্রমান পত্র না থাকলে মোটা অংকে অর্থ নেওয়া হয় বলে অভিযোগ যোগে উঠে আসে। এ সময় ১ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত গ্রহন করার প্রমান রয়েছে বলে জানান তারা।
এদিকে অসহায় কৃষকদের খেলাপি ঋনের বিপরিতে তাদের অর্থ পরিশোধ করতে লাল নেটিশ দেয়ার কথাও জানান এবং তা প্রত্যাহার করতে অনিরোধ জানান তারা।
জাতীয় কৃষক সমিতি কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ সভাপতি জৌতি শঙ্কর ঝন্টু, কেন্দ্রিয় কমিটির সদস্য শেখ মনিরুজ্জামান সালাম, রাজবাড়ী জেলা কৃষক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ সুশিল দত্ত তাপশ, সাধারন সম্পাদক অরুন কুমার সরকার, রাজবাড়ী সদর উপজেলার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, রাজবাড়ী ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আরমান আলী প্রমূখ।