০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাজবাড়ী‌র বা‌নিবহে বিদ্যুৎস্পৃষ্টে ন‌সিমন চালক নিহত, আহত এক জন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপ‌জেলার বা‌নিব‌হে বিদ‌্যুৎস্পৃ‌ষ্ঠে আব্দুল হান্নান (৪০) না‌মের এক ন‌সিমন চাল‌কের মৃত‌্যু হ‌য়েছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন না‌ছির (৩০) না‌মের এক ভাঙ্গারি ব‌্যবসায়ী। মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত হান্নান বা‌নিবহ ইউনিয়‌নের আয়না‌লের ছে‌লে। আহত না‌ছির একই ইউনিনের মিজা‌নের ছে‌লে।

বা‌নিবহ ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মোছাঃ শেফালী আক্তার জানান, বানিবহ ইউনয়নের ১নং ওয়া‌র্ডের ফারু‌কের বাড়ী‌তে নষ্ট পাওয়ার টিলার কিন‌তে ভাঙ্গারি ব‌্যবসায়ী না‌ছির এক‌টি ন‌সিমন নি‌য়ে যায়। ন‌সিম‌নে পাওয়ার টিলার‌টি উঠি‌য়ে বাড়ী থে‌কে বের হওয়ার সময় এক‌টি বাঁ‌শের বিদ‌্যুতের খু‌টির সা‌থে ধাক্কা লা‌গে। এ সময় খু‌টি‌টি ভেঙ্গে গা‌ড়ির ওপর প‌রে। এ সময় বিদ‌্যু‌তের তার লি‌কেজ থাকায় তারা দুজনই বিদ‌্যুতা‌য়িত হয়। প‌রে আহত অবস্থায় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক ন‌সিমন চাল‌ক‌ হান্নান’কে মৃত ঘোষনা ক‌রেন। আহত না‌ছির‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

রাজবাড়ীতে ভাইকে নিয়ে মনোয়নপত্র জমা দিলেন কাজী কেরামত, সকল ভেদাভেদ ভুলে এক সাথে কাজ করার অঙ্গিকার

রাজবাড়ী‌র বা‌নিবহে বিদ্যুৎস্পৃষ্টে ন‌সিমন চালক নিহত, আহত এক জন

পোস্ট হয়েছেঃ ১১:০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপ‌জেলার বা‌নিব‌হে বিদ‌্যুৎস্পৃ‌ষ্ঠে আব্দুল হান্নান (৪০) না‌মের এক ন‌সিমন চাল‌কের মৃত‌্যু হ‌য়েছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন না‌ছির (৩০) না‌মের এক ভাঙ্গারি ব‌্যবসায়ী। মঙ্গলবার দুপুর ১২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহত হান্নান বা‌নিবহ ইউনিয়‌নের আয়না‌লের ছে‌লে। আহত না‌ছির একই ইউনিনের মিজা‌নের ছে‌লে।

বা‌নিবহ ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মোছাঃ শেফালী আক্তার জানান, বানিবহ ইউনয়নের ১নং ওয়া‌র্ডের ফারু‌কের বাড়ী‌তে নষ্ট পাওয়ার টিলার কিন‌তে ভাঙ্গারি ব‌্যবসায়ী না‌ছির এক‌টি ন‌সিমন নি‌য়ে যায়। ন‌সিম‌নে পাওয়ার টিলার‌টি উঠি‌য়ে বাড়ী থে‌কে বের হওয়ার সময় এক‌টি বাঁ‌শের বিদ‌্যুতের খু‌টির সা‌থে ধাক্কা লা‌গে। এ সময় খু‌টি‌টি ভেঙ্গে গা‌ড়ির ওপর প‌রে। এ সময় বিদ‌্যু‌তের তার লি‌কেজ থাকায় তারা দুজনই বিদ‌্যুতা‌য়িত হয়। প‌রে আহত অবস্থায় তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক ন‌সিমন চাল‌ক‌ হান্নান’কে মৃত ঘোষনা ক‌রেন। আহত না‌ছির‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়।