মইন মৃধা, রাজবাড়ীঃ ফরিদপুর ও রাজবাড়ী জেলার সাংবাদিকদের সহযোগিতা চাইলেন হাইওয়ে মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় দুই জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান করেন তিনি।
মতবিনিময় সভায় মাদারীপুর রিজিয়নের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর আলম খান বলেন, আপনাদের সহযোগিতা নিয়ে ফরিদপুর ও রাজবাড়ী অঞ্চলের মোট ৮টি থানার হাইওয়ের থানার সাথে আমাকে কাজ করতে হবে। এসব কাজে আপনারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশা রাখছি।
তিনি আরো বলেন, আমরা যদি মহাসড়কে গাড়ীর ওভার স্পীড রোধ করতে পারি তাহলে দূর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। তবে আজকের এই মতবিনিময় সভা থেকে আপনাদের সাথে আমার একটা সেতু বন্ধন তৈরী হলো। ভুল ত্রুটি নিয়েই মানুষ। আমার ভুলত্রুটি থাকতে পারে। আমার ভুলত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিবেন।
মতবিনিময় সভায় মাদারীপুর রিজিয়নের সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, করিমপুর হাইওয়ে থানার ওসি মোঃ শহিদুর রহমানসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।