নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী দিবসটি উদযাপন অনুষ্ঠনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্যবিভাগের বিভিন্ন সেবামূলক ষ্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথি ও স্থানীয় জনপ্রতিনিধিগন। আগামী মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন আনুষ্ঠানিকভাবে শেষ হবে।