মইনুল হক মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের অভিযানে ১৮ বোতল ফেন্সিডিলসহ ১ কিশোরকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহি পরিবহন থেকে ১৮ বোতল ফেন্সিডিলসহ মো. রাকিব (১৯) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে। রাকিব যশোর জেলার বেনাপোল থানার পটুখালী গ্রামের মৃত রবিউল ইসলাম এর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে যাত্রীবেশে উল্লেখিত মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা দিয়ে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরও বলেন, রাকিবের বিরুদ্ধে পূর্বের আরো একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।