ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়ন পরিষদের নয় সদস্যের বিরুদ্ধে ঘুষ ও দূর্নীতির অভিযোগে মানববন্ধন করেছ স্থানীয় এলাকাবাসির।
শনিবার দুপুরে নবাবপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের আয়োজনে ইউনিয়ম পরিষদের সামনের সড়কে অত্র ইউ নিয়নের অসৎ মেম্বারদের বিভিন্ন ঘুষ দূর্নীতির প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে একই অভিযোগে স্থানীয়রা সাংবাদিক সম্মেলন করেন।
মানববন্ধনে ইউনিয়নের সাধারন মানুষদের কাছ থেকে ভিজিডি, বয়স্কভাতা, বিধবা ভাতা, সরকারী ঘর তৈরী ও মাতৃত্বকালীন ভাতা করতে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসিরা।
এসময় উপকারভাগীদের কাছ থেকে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত টাকা নেয় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কুদ্দুস।
১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাফিয়া বেগম, ৩ নং ওয়ার্ডের সদস্য আমিনুল রহমান বাবু সরকারী ঘর দেওয়ার কথা বলে মামুন নামের একজনের কাছ থেকে ৭০ হাজার টাকা নেয়।
৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহওলা সদস্য মর্জিনা বেগম মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দিতে ১০ হাজার টাকা সহ বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।
৪ নং ওয়ার্ড সদস্য কাবিল উদ্দিনের বিরুদ্ধ বয়স্ক ভাতা বাবদ বিভিন্ন অংকের টাকা নেওয়ার কথা জানান সাধারন মানুষ।
ভুক্তভোগীদের অভিযোগ এভাবে জনসাধারনকে জিম্মি করে তারা আমাদের কাছ থেকে সরকারী বরাদ্দ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা প্রশাসনের কাছে এদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানাই।
তবে দূর্নীতির এ বিষয়ে নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীরের কাছ জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে সাধারন মানুষের কাছ থেকে অভিযোগ এসেছে। আমি অভিযোগ দেখেছি। এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহন করবো।