• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২৩

৬ মাস আগে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে দিল গোয়ালন্দঘাট থানা পুলিশ

অনলাইন ডেস্ক

মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় ৬ মাস আগে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার রাতে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

থানা পুলিশ জানায়, গত ২১ মে ২০২৩ এ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়া এলাকা থেকে উপজেলা নৌচালক শ্রমিক লীগ এর সভাপতি ও রাজবাড়ী জেলা মোটরচালক শ্রমিক লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর one plus 10 pro মোবাইল ফোনটি হারিয়ে যায়। তিনি নিজেই ব্যক্তিগতভাবে খোঁজ করার পর না পেয়ে অবশেষে ২৬ আগস্ট গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এরপর থেকে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়া থেকে ফোনটি উদ্ধার করে। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার তোফাজ্জল হোসেন তপুর হাতে ফোনটি তুলে দেন।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় শ্রমিক নেতা তোফাজ্জেল হোসেন তপু বলেন, ফোনটিফিরে পাবো তা  কখনো ভাবতেও পারিনি। ফোনটি ফিরে পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর