মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ হাইওয়ে পুলিশ সদস্যদের মনকে প্রফুল্ল রাখতে আন্তঃহাইওয়ে থানা ইনডোর গেম (ক্যারাম) প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করেছে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন।এ প্রতিযোগিতায় অংশ নিবে রিজিয়ন পুলিশ সুপারের কার্যালয়ের ৪টি দল ও ৮টি হাইওয়ে থানার ৮টি দল।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী সদর আহলাদীপুর থানায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান।
এ সময় হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এমরান আলী, সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম ও পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এএসএম আসাদুজ্জামান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় আহলাদীপুর হাইওয়ে থানা বনাম পাংশা হাইওয়ে থানা অংশ নেয়। তিনটি গেম খেলে তিনটিতেই জয়ী হয় আহলাদীপুর হাইওয়ে থানার দল।
পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, পুলিশের মতো চ্যালেঞ্জিং পেশায় দায়িত্ব পালনের ক্ষেত্রে দৈহিক ও মানসিক সুস্থতা অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয়। পুলিশ সদস্যদের মনকে প্রফুল্ল রাখতে আন্তঃ হাইওয়ে থানা ইনডোর গেম (ক্যারাম) প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করা হয়েছে। দুটি করে দলের মধ্যে প্রতি সপ্তাহে একটি করে খেলা হবে। পরবর্তীতে প্রতিযোগিতায় অংশ নেয়া শীর্ষ প্রতিযোগীদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।