মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে আলোচনা সভা, কবিতা পাঠ ও সংগীতানুষ্টানের আয়ো্জন করা হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এম এ সামাদ।
ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন অধ্যাপক মশিউর রহমান ও অধ্যাপক মুনিরুল ইসলাম।অনুষ্টানে কবি নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার মো. বেলায়েত হোসেন। এ ছাড়াও কবি নীলুফার ইয়াসমিন রুবি, কবি আব্দুর রাজ্জাক রাজা, নাফিজা নাসরিন কবি নজরুলের কবিতা পাঠ করেন।
অনুষ্টানে নজরুল সংগীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী মো. শাখাওয়াৎ হোসেন, মো. আলাউদ্দিন, মো. লিয়াকত হোসেন ও শরীফ মাহমুদ সোহান।