Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ও উপজেলা এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে কয়েক দিনে ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

রোববার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মোবাইল ফোন গুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ। পুলিশের এ কার্যক্রম একটি যুগান্তকারী প্রদক্ষেপ বলে মনে করছেন জেলাবাসী।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল ফোন হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশ উক্ত মোবাইলগুলো উদ্ধার করেছে। আমরা খুবই আনন্দিত কাজটি করতে পেরে। হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি। এটাই আমাদের সাফল্য।

তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়ার মতো। আজ ৩৫টি ফোন আমরা মোবাইল ফোনের প্রকৃত মালিকগণের কাছে হস্তান্তর করবো। রাজবাড়ী জেলার জনগণকে বলব যে কোন প্রয়োজনে পুলিশ আছে আপনার পাশে।

গোয়ালন্দ উপজেলার মো. কোবাদ হোসেন বলেন, আমার একটি স্মার্টফোন দুই মাস আগে হারিয়ে যায়। পরে আমি গোয়ালন্দ ঘাট থানায় জিডি করলে পুলিশ দুই মাস পর ফোনটি উদ্ধার করে। রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আমাকে ডেকে ফোনটি দেওয়া হয়েছে। ফোনটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। খুব ভালো লাগছে হারানো প্রিয় জিনিসটি আবার হাতে পেয়ে। কারণ একটা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যা টাকা দিয়ে পাওয়া যায় না। পুলিশের মানবিক সেবায় আমি অভিভূত।

মোবাইল ফোন ফেরত পেয়ে আবুল কালাম আজাদ, আমার মোবাইল ফোনটি তিন মাস আগে বাসা থেকে হারিয়ে গিয়েছিল। তারপর একটি থানায় জিডি করেছিলাম। পরে জেলা পুলিশ আমাকে হঠাৎ ফোন দিয়ে বলে আপনার হারানো ফোনটি পাওয়া গিয়েছে। রোববার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে জেলা পুলিশ সুপার আমার হাতে ফোনটি তুলে দেন।

সালমা আক্তার নামে একজন নারী পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আশা ছেড়ে দিয়েছিলাম হঠাৎ করে রাজবাড়ী থেকে ফোন করে বলে আপনার ফোন পাওয়া গেছে। আগামীকাল রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এসে নিয়ে যাবেন। ফোনটি হাতে পেয়ে সত্যি অনেক আনন্দিত। পুলিশের কঠোর পরিশ্রম ও ডিজিটাল বাংলাদেশ হওয়ার ফলে আমার ফোনটি ফেরত পেয়েছি। এজন্য রাজবাড়ী পুলিশ সুপার স্যারকে এবং পুলিশকে ধন্যবাদ। দোয়া করি তারা যেন এমন করে দেশ ও জনগণের জন্য কাজ করে যেতে পারেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ