শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় বেড়ে গেছে ছিঁচকে চুরির ঘটনা। জনতা চুরি করতে আসা এ রকম এক চোরকে ৪ নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া হতে হাতেনাতে আটক করে।
গাঁজায় আসক্ত ওই চোর প্রতিদিন নেশার টাকা জোগাতে চুরি-বাটপারি করে বলে সরল মনে স্বীকার করে। আটক চোরের নাম হাসিব বেপারী (২৫)। সে মানিকগন্জের ঘিওর উপজেলার গোলাপ নগর এলাকার দুদু বেপারীর ছেলে।
জনতার হাতে আটক হাসিব জানায়, সে গাঁজার নেশায় আসক্ত। এর জন্য তার প্রতিদিন দুই থেকে তিন’শ টাকা লাগে। তাই সে যেখানে যা পায় তাই চুরি করে। গত দেড় বছর ধরে সে এ ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তবে এখন থেকে আর কখনো চুরি বা গাঁজা সেবন করব না। এখন থেকে কাজ করে স্বাভাবিক জীবন-যাপন করব।
গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড নিলু শেখের পাড়ার বাসিন্দা ও পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছালেহা আক্তার বুলবুলি জানান, বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টার দিকে তারা নিজ ঘরের মধ্যে বিশ্রামে ছিলেন। এই ফাঁকে হাসিব নামের এই ছেলেটি তাদের বাড়িতে প্রবেশ করে কবুতরের খোপ হতে কবুতর বের করতে থাকে।
বিষয়টি আমরা টের পেয়ে বাইরে এলে সে দৌড় দেয়।এ সময় আশপাশের লোকজন তাকে ধরে ফেলে কিছুটা উত্তম-মধ্যম দেয়। পরে সে স্বীকার করে নেশার টাকা জোগাতে চুরি করে। এ সময় সে ক্ষমা চেয়ে আর কখনো চুরি করবে না এবং নেশাও খাবে না বলে অঙ্গীকার করলে আমরা তাকে ছেড়ে দেই।