নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সিপিবি’র সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট কমল কৃষ্ণ গুহ’র ৩৩ তম প্রয়ান দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরন সভায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম সংযুক্ত হয়ে এ্যাডভোকেট কমল কৃষ্ণ গুহের জীবন ও তার কর্মজীবন নিয়ে আলোচনা করেন।
রবিবার রাত আট’টায় সজ্জনকান্দা এলাকায় ওয়াজেদ প্লাজার ৬ষ্ঠ তলায় নুরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতা গুহ’র বাসায় স্মরন সভা করা হয়।পশ্চিম বঙ্গের প্রক্ষাত কবি কালি কৃষ্ণ গুহ এ্যাডভোকেট কমল কৃষ্ণ গুহ’র বড় ভাই।
স্মরন সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা জাসদের সভাপতি মনিরুল হক ইসলাম, কমল কৃষ্ণের বোন নিভারানী সরকার, এ্যাডভোকেট মাহাবুব রহমান, রাজবাড়ী জেলা রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি জাহাঙ্গীর জলিল, কবি আলাউল হক খোকন, বিশ্ব ভরাপ্রানের রাজবাড়ী জেলা সভাপতি কবি আতাউর রহমান, তাপস কর্মকার, রাফিদ, সাকি অমিত সাহা, সুপ্রিতি সরকার উপস্থিত ছিলেন।