ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের ১৪ দিন পর বসতবাড়ীর শোচাগারের ট্যাংকি থেকে মিনু বেগম (২৭) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনু বেগম উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের উজ্জল শেখের স্ত্রী।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাড়ীর শোচাগারের ট্যাংকির মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়।
মিনুর মা সোনাই বেগম সাংবাদিকদের বলেন, তার মেয়ে মিনুর সাথে চাচাতো ভাই উজ্জল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে শারীরিকভাবে নির্যাতন করত মিনুর স্বামী। ৪ বছর পূর্বে উজ্জল শেখ গোপনে আরেকটি বিয়ে করে। গত ৫ আগস্ট সকাল ৭টা থেকেই মেয়ে মিনুকে পাওয়া যাচ্ছিল না। তাদের বাড়ীতে গিয়ে জিজ্ঞাসা করলেও কোন উত্তর দেয়নি।
এ বিষয়ে গত ৮ আগস্ট বালিয়াকান্দি থানায় তেঁতুলিয়া গ্রামের কুদ্দুস শেখের ছেলে উজ্জল শেখ, সোমসের শেখের ছেলে কুদ্দুস শেখ, কুদ্দুস শেখের স্ত্রী জহুরা বেগমকে আসামী করা অভিযোগ দায়ের করা হয়।শনিবার টয়লেটের ট্যাংকির মধ্যে থেকে গন্ধ পেয়ে সেখানে মেয়ের লাশ পাই। তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, বাথরুমের মধ্যে থাকার কারণে লোকজন এনে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন সহ আসামী দ্রুতই গ্রেপ্তার হবে। আসামী ধরার জন্য আমাদের টিম কাজ করছেন।