নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ পিস ইয়াবাবড়ি, ২৫০ গ্রাম গাঁজা ও আড়াই গ্রাম হেরোইনসহ সোহান শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী। সে ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের ছানোয়ার শেখের ছেলে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনজিব জোয়ার্দার সঙ্গিয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল বিলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জনৈক আইয়ুব মালতের বসতবাড়ির পূর্ব পাশের পাকা সড়ক থেকে সোহানকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবাবড়ি, ২৫০ গ্রাম গাঁজা ও আড়াই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আসামী সোহান শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে পূর্বের ৮টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ সংক্রান্তে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।