নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভা হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সকালের গোয়ালন্দের সভাপতি মো. গোলাপ আলি শেখ, উপজেলা আওয়ামী লীগের দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ।পরে পৌরসভা চত্বরে শোক দিবসে উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়।