জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪জন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (১৪ আগষ্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
থানা সূত্রে জানাযায় রোববার (১৩ আগষ্ট) দিবাগত গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় এস.আই মো. আশরাফুল ইসলাম, এএসই মো. শফিউল আলম, এএসআই আব্দুল আলীম ও এএসআই সোহাল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা কালে জিআর পরোয়ানা ভুক্ত ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
জি আর পরোয়ানা ভুক্ত গ্রেপ্তারকৃত ৪ আসামি হলো, জিআর নং- ১৪২/২০২৩ এর পরোয়ানা ভুক্ত উজানচর ইউনিয়ন ২নং দিরাজতুল্লা মৃধা পাড়া’র মো. সেকেন মৃধা’র ছেলে মো. জহিরুল মৃধা (৩২), জিআর নং- ১৪২/২০২৩ এর পরোয়ানা ভুক্ত উত্তর দৌলতদিয়া মজি ফকির পাড়া’র মৃত আব্দুল খালেক শেখ এর ছেলে বিল্লাল শেখ ভাসমান (৪৫), জি আর নং-৮০/১৮ এর পরোয়ানা ভুক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহিদাপুর এলাকার মৃত-শমসের গাজী’র ছেলে লাভলু গাজী (৫০) ও জি আর নং-২৪৭/১৯ এর পরোয়ানা ভুক্ত দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া’র মো. জলিল মন্ডল এর ছেলে মো. শফিকুল ইসলাম (৪২)।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত জি আর পরোয়ানা ভুক্ত আসামিদের সোমবার দুপুরেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।