মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ কোরআন অবমাননাকারী ও হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কটুক্তি করায় নাস্তিক আসাদ নুরের গ্রেফতারের দাবিতে রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগষ্ট) দুপুর ২ টার দিকে সামাজিক সংগঠন “সংকেত যুব ফাউন্ডেশন” এর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি চর খানখানাপুর জামে মসজিদ থেকে বের হয়ে মকবুলের দোকান এসে শেষ হয়। পরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের পাশে প্রায় দুই শতাধিক মুসুল্লিসহ এলাকাবাসী নাস্তিক আসাদ নুরের গ্রেফতার ও কঠোর শান্তির দাবিতে ৩০ মিনিট মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মুসলিমরা এখনও মরে যাই নি, কোরআন আল্লাহর প্রেরিত আমানত। এটির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বও তার। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করে যাব।
বক্তারা আরো বলেন, বিশ্বের কোটি কোটি মুসলমান প্রাণের চেয়েও হযরত মোহাম্মদ সাঃ কে বেশি ভালোবাসেন। বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কুটুক্তি করায় কোন মুসলমানই সহ্য করতে পারবে না। বিশ্ববাসীর কাছে শান্তির বাণী পৌছে দেয়া আল্লাহ তায়ালার প্রেরিত রাসূল হযরত মোহাম্মদ (সা.)। নবীকে নিয়ে কোনো কটুক্তি বা অপমান সহ্য করবে না বিশ্ব মুসলিম। অতীতেও কেউ এরকম মন্তব্য করে রক্ষা পায়নি। আমরা এ কুলাঙ্গার আসাদ নুরের দ্রুত গ্রেফতার ও কঠোর দৃষ্টান্তমূলক শাস্তিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানান বক্তারা।
এসময় সামাজিক সংগঠন সংকেত যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ হাসান রুবেল, চরখানখানাপুর জামে মসজিদের ইমাম মিরাজুল ইসলাম মিরাজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।