Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৯ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া যৌনপল্লির পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ আগস্ট ২০২৩, ৫:৪১ অপরাহ্ণ

Link Copied!

আবুল হোসেন ও শেখ রাজীব, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকার একটি বাড়ি থেকে মিন্নত মোল্লা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় করিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া নুরজাহান বেগমের ঘর থেকে আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সে মানিকগঞ্জ শিবালয় উপজেলার শাইলী গ্রামের ইউনুস আলীর ছেলে। পেশায় সে একজন সিএনজি চালক।

বাড়ির ভাড়াটিয়া নুরজাহান বেগমের ভাষ্য অনুযায়ী, মিন্নত মোল্লা আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়ির সামনে এসে অসুস্থ্য হওয়ার কথা জানায়। এসময় তার ঘরের একটি কক্ষ খুলে দিলে বিশ্রাম নিতে থাকে। এ সময় তার অপর দুই সফরসঙ্গী মিন্নতকে খুঁজতে থাকে। পরে এ বাড়িতে অসুস্থ্য অবস্থায় পেয়ে দ্রুত মাথায় তেল-পানি দিয়ে প্রাথমিক সেবা দিতে থাকেন। এক পর্যায়ে বেশি অসুস্থ্য হয়ে নেতিয়ে পড়লে দ্রুত স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীকে খবর দেয়া হয়। প্রাথমিক পরিক্ষা শেষে মিন্নত মারা গেছেন বলে নিশ্চিত করেন।

স্থানীয় কয়েকজন জানান, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা হলেও জায়গার মালিক রাজবাড়ী পৌরসভা। এখানকার বেশিরভাগ বাসিন্দা বহিরাগত ভাড়াটিয়া। অধিকাংশ বাসিন্দাদের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান চালিয়ে পোড়াভিটা এলাকা থেকে মাদক উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করে। এরপর মাদককারবারীদের অপতৎপরতা থেমে নেই। মিন্নত মাঝেমধ্যে যৌনপল্লিতে আসা যাওয়া করতো। শনিবার রাতে মানিকগঞ্জ থেকে মিন্নতসহ তারা তিনজনই যৌনপল্লিতে রাত্রিযাপন করেন।

রোববার সকালে মিন্নত অসুস্থ্য অবস্থায় যৌনপল্লি থেকে বের হয়ে নুরজাহানের বাড়ির সামনে বসে পড়েন। এ সময় নুরজাহান তার ঘরের একটি কক্ষ খুলে দেন। সেখানে মাথায় তেল-পানি দিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে তার দুই সফরসঙ্গী জরুরিভাবে স্থানীয় এক ওষুধ ব্যবসায়ীকে ডেকে আনলে তিনি জানান মিন্নত মারা গেছেন। স্থানীয়দের ধারণা অতিরিক্ত নেশা বা যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে মারা গেছেন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সুরতহাল শেষে দুপুরে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ষ্ট্রোক করে মারা গেছেন। শনিবার রাতে মিন্নতসহ ৩জন যৌনপল্লিতে প্রবেশ করেন। তাদের তিনজনের নামে স্থানীয় একটি আবাসিক বোডিংয়ের কক্ষ বুকিং দেয়া রয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দের আলোচিত পীর নুরাল হক পাগলের ইন্তেকাল

গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক আটকে ধান মাড়াই, পথচারীদের দুর্ভোগ

রাজবাড়ীর পাংশায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে জোর করে ধর্ষণ, আসামী গ্রেপ্তার

রাজবাড়ী সদর হাসপাতালে ৮ মাসে দুদকের তিন দফা অভিযান, সত্যতা মিললো অনিয়মের

প্রবাসীকে পিটিয়ে জখমের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে হরতাল

রাজবাড়ীতে প্রবল স্রোতে পদ্মায় ডুবে গেল বালুবাহী বাল্কহেড, ফেরিসহ নৌযান চলাচলে ঝুঁকি

চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরে নিজের জন্মদিন পালন না করে বৃদ্ধা আশ্রমের নিবাসীদের খাওয়ালেন কলেজ ছাত্রী শর্মি

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ড্যাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ভারী বৃষ্টিতে ধ্বসে যাওয়া রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন প্রবাসী সালমান